দেবহাটা প্রতিনিধি
দেবহাটা সদর ইউনিয়নের দাদপুরে মৎস্য ঘেরের মাটি ও কাদা শ্যালো মেশিন দিয়ে কাটিয়ে পাশ্ববর্তী খালে ফেলে খাল ভরাটের ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগ দায়ের হয়েছে। রবিবার দাদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম এ লিখিত অভিযোগটি দায়ের করেন। অভিযোগে তিনি বলেন, তার বাড়ির পাশ্ববর্তী বাসিন্দা মৃত জুব্বার সরদারের ছেলে আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে ব্যক্তিস্বার্থে নিজের মৎস্য ঘের থেকে শ্যালো মেশিনের মাধ্যমে কাদা তুলে খাল ভরাট করে চলেছে। এতে বাঁধা দিতে গেলে উল্টো তার সাথে অপমানজনক আচরণ করে আসছে বলেও তার অভিযোগ। সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগটি দায়ের করেছেন তিনি।