জন্মভূমি ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যহাতির আক্রমণে আবুল কালাম নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ৬ নম্বর ওয়ার্ড পূর্ব নাটমুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নিহত আবুল কালাম মঙ্গলবার ভোরে ফজরের নামাজ শেষে পারিবারিক কবরস্থানে জিয়ারত করতে যান। সেখানে পেছন থেকে হাতি তাকে আক্রমণ করে।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কালিপুর রেঞ্জ ফরেস্ট রেঞ্জার মনোয়ার হোসেন বলেন, লোকালয়ে নেমে আসা হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ভুক্তভোগীর পরিবার আবেদন করলে আমরা নিয়মানুযায়ী ক্ষতিপূরণ দেব।