
বিজ্ঞপ্তি : আজ রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বিএনপির অবরোধ কর্মসূচি সফল করতে বিএনপির নেতাকর্মীসহ খুলনাবাসির প্রতি আহবান জানিয়েছেন মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ।
শনিবার (২ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতারা বলেন, আজ্ঞাবহ নির্বাচন কমিশন একতরফা গণবিরোধী তফসিল ঘোষণা করে দেশকে রাজনৈতিক সঙ্কটের দিকে ঠেলে দিয়েছে। দেশের বৃহৎ রাজনৈতিক দলসমূহ একদলীয় নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। তথাকথিত নির্বাচন কমিশন ফরমায়েসি তফসিল ঘোষণা করে ভোটারবিহীন নির্বাচনের ব্যবস্থা করে আওয়ামী লীগের বিজয়ের পথ সুগম করেছে। ফরমায়েসি তফসিল এবং সরকারের একদলীয় সাজানো নির্বাচনের প্রতিবাদে বিরোধী দল আন্দোলন করছে। চলমান শান্তিপুর্ণ আন্দোলনে অবৈধ সরকার দিশেহারা হয়ে হামলা-মামলা ও গ্রেফতারের অতীত রেকর্ড ভেঙ্গেছে। আর কোন সুযোগ দেয়া যায় না উল্লেখ করে টানা ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য সর্বস্তরের নেতাকর্মী এবং খুলনাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।
বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।