দাকোপ প্রতিনিধি : ডাচ-বাংলা এজেন্ট ব্যাংক চালনা বাজার শাখার উদ্যোগে সচেতনতা বৃদ্ধি ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪ টায় চালনা বাজার শাখা চত্বরে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান। চালনা বাজার কাকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি গাজী আব্দুর রহিমের সভাপতিত্বে এবং দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন হাফেজ মাওলানা মোঃ রবিউল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন ডাচ-বাংলা এজেন্ট ব্যাংক চালনা বাজার শাখার পরিচালক মোঃ মিসবাহ সরদার। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ। প্রধান আলোচক ডাচ-বাংলা ব্যাক খুলনার অফিস ইনচার্জ মুনীর আলী রেজা, বিশেষ আলোচক ব্যাংকের খুলনা এরিয়া ম্যানেজার মোঃ সোহেল রানা, সিনিয়ার সেলস ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম।
চালনায় ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ
Leave a comment