চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে বিয়ে অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান শেখ (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে মামা বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানে তার মৃত্যু হয়। নিহত হাবিবুর বড়বাড়িয়া পশ্চিম পাড়া গ্রামের মৃত্যু এনামুল হক শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহত পবিবার সূত্রে জানা যায়, ওইদিন বড়বাড়িয়া নতুন পাড়া গ্রামে হাবিবুর রহমানের মামা বাড়ি একটি বিয়ের অনুষ্ঠানে উত্তম ঢালীর মালিকানাধীন ডেকোরেটরের কাজ করতে যায়। বিকেলে বিয়ের বরযাত্রী এলে সে সাউন্ড বক্সের বিদ্যুৎ সঞ্চালন তার সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকরাম হোসেন এর সত্যতা নিশ্চত করে বলেন, মরহেদ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়টি তদন্তধীন রয়েছে ।