
মোংলা প্রতিনিধি : খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আজকে যারা (আমেরিকা) অনেক সুন্দর-সুন্দর কথা বলেন, ছবক দেন, ছবক দেয়ার কিছুই নেই। আমেরিকা ১৯৭১ সালে ৭ম নৌ-বহর পাঠিয়ে আমাদের স্বাধীনতা ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু পারেনি। সেদিন চীনও আমেরিকার সাথে ছিলো। সেই দিন আমাদের সাথে ছিলো বৃহত্তর রাশিয়া ও ভারত। সেইদিন আমরাই জয়লাভ করেছি, ভয়তে ৭ম নৌ-বহর ঘাঁটিতে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন, আপনারা (আমেরিকা) পারেননি। বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনাদের (আমেরিকা) বাদ দিয়েই।
মোংলা পৌর শহরের সরকারি টি,এ ফারুক স্কুল এন্ড কলেজ মাঠে বৃহস্পতিবার বিকেলে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এ জাতীয় শোকসভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ^াস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, শেখ আব্দুস সালাম, শেখ কামরুজ্জামান জসিম, ইস্রাফিল হাওলাদার ও চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলামসহ অন্যান্যরা।