
জন্মভূমি ডেস্ক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে (২৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা শহরের মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ইমরান হোসেন আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় সূত্র জানিয়েছে, এলাকার একটি পক্ষের সঙ্গে বিরোধ ছিল ইমরানের। সেই বিরোধের জেরে শুক্রবার সকালে তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ওই পক্ষের লোকজন। দ্রæত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে দুপুর ১২টার দিকে মৃত্যু হয় তার।
স্বজনরা জানান, চার মাস আগে গ্রামের কয়েকজনের সঙ্গে ইমরানের দ্ব›দ্ব হয়। সেই দ্ব›েদ্বর জের ধরেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
=