# সদস্য পদে চার প্রার্র্থীর মনোনয়ন প্রত্যাহার
# বিনা প্রতিদ্বন্ধিতায় ফারহানা হালিম নির্বাচিত
জন্মভূমি রিপোর্ট
খুলনা জেলা পরিষদের নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল রোববার। এদিন চেয়ারম্যান পদে তিন প্রার্থীর কেউ না করলেও সদস্য পদে তিন প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে তিন জনের প্রার্থীতা বাতিল হয়। ফলে জেলা পরিষদে তের পদের বিপরীতে লড়ছেন ৪৯ প্রার্থী। আবেদনপত্র চার প্রত্যাহারকারী প্রার্থী হলেন নাসিমা খাতুন, বাদশা মল্লিক, মোশারফ হোসেন ও মাসুম বিল্লাহ।
চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী লড়ছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রশাসক শেখ হারুনুর রশীদ, বিএমএ খুলনা জেলা শাখার সদ্য বিজয়ী সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ডা. শেখ বাহারুল আলম এবং খুলনা জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক এসএম মোর্তজা রশিদী দারা।
এদিকে জেলা পরিষদের সদস্যের ৯টি পদে ৩২ জন, সংরক্ষিত ৩টি সদস্য পদে ১৪ জন সহ মোট ৪৯ জন প্রার্থী লড়ছেন। এর মধ্যে সংরক্ষিত ২ নং ওয়ার্ডের প্রার্থী জেসমিন পারভিন জলির মনোনয়নপত্র বাতিল হওয়ায় অপর প্রার্থী ফারহানা হালিম বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয় বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম। তিনি জন্মভূমিকে জানান, খুলনা জেলা পরিষদের নির্বাচনের প্রার্র্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল গত রবিবার। এদিনে সাধারণ সদস্য পদে চার জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।
তিনি আরও জানান, সংরক্ষিত ২ নং ওয়ার্ডে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় অপর প্রার্থী ফারহানা হালিম বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়। উল্লেখ্য আজ ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ। আর ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর।
চেয়ারম্যান পদে কেউ প্রার্থীতা প্রত্যাহার করেননি
Leave a comment