চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় ৩ ব্যাপি কৃষি মেলা উপলক্ষে বর্ণট্য র্যালী ও উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ বৈশাখী মঞ্চের সামনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পে আওতায় ৩ দিন ব্যাপি কৃষিমেলার র্যালী ও উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংহঝুলী ইউনিয়ন চেয়ারম্যান হামিদ মল্লিক,উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, অতিরিক্ত কৃষি অফিসার মিজানুর রহমান, কৃষি সম্প্রসন অফিসার ইমদাদুল হক, এছাড়া উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, বাদশাহ ফয়সাল,তাপস অধিকারী, রাশেদুল ইসলাম , নাজমুল হোসেন সহ কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষিমেলায় কৃষকের উৎপাদ্য উন্নত জাতের সবজি ও ফল, বিভিন্ন কীটনাশক ও সার কোম্পানি, মাশরুমের স্টল , বিভিন্ন ফুলের সহ১৩ টি স্টাল দেওয়া হয়।