শ্যামল দত্ত চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দু’পক্ষের সংঘর্ষে ৭জন আহত হয়েছে। পাওনা টাকা নিয়ে মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) সন্ধ্যায় উপজেলার নারায়নপুর ইউনিয়নের বুন্দেলীতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এঘটনায় উভয় পক্ষ বাদী হয়ে ২৫ সেপ্টম্বর চৌগাছা থানায় মামলা দায়ের করেছে বলে নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।
আহতরা হলেন উপজেলার সিংহঝুলী গ্রামের আবুল হোসেন দফাদারের ছেলে আরিফুল ইসলাম দফাদার (৩৫) ও মাজালী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মামুন হোসেন (৩৭) উত্তর কয়ারপাড়া গ্রামের মহসীন আলীর ছেলে আব্দুর রহিম (৩৪), মশিউর নগর গ্রামের মোশারফ হোসেনের ছেলে রানা হোসেন (৩২) ও আন্দারকোটা গ্রামের মৃত মগরেব আলীর ছেলে লিটন হোসেন (৫০)।
পুলিশ এ ঘটনায় উত্তর কয়ারপাড়া গ্রামের মহসীন আলীর ছেলে আব্দুর রহিম (৩৪) আটক করেছেন।
চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে আহত আরিফ হোসেন দফাদারের দুলাভাই কামরুল ইসলাম বলেন, আরিফ হোসেন একজন সিংঙ্গাপুর প্রবাসী। সে বিদেশ থেকে ৭ দিন আগে দেশে এসেছে। আরিফ ও তার দুইজন সহকর্মী বিদেশে থাকা কালিন সময় উপজেলার নারায়নপুর ইউনিয়নের বুন্দলীতলা গ্রামের সনু মিয়ার ছেলে সিঙ্গাপুর প্রবাসী উজ্জল হোসেনের কাছে ২৮ লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবী করেন। তিনি আরো জানান, আরিফ ও উজ্জল সিংগাপুর একই কারখানায় কাজ করতো। দেশে ফিরে টাকা ফেরত দেওয়ার কথা বলে ঘটনার দিন সকালে উজ্জল হোসেন আরিফকে তার বাড়িতে যেতে বলে।
উজ্জল হোসেনের দেওয়া সময়ে আরিফ হোসেন ও তার সহকর্মীরা উজ্জল হোসেনের গ্রামের বাড়ীতে যায়। আরিফ তার লোকজন নিয়ে সেখানে পৌছালে উজ্জল হোসেন ও তার ভাই আলমসহ কয়েকজন তাদের উপরে হামলা করে। প্রতিহত করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আরিফ ও তার সঙ্গিরাসহ উভয় পক্ষের ৭ জন আহত হয়।
এ খবর পেয়ে চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেন। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন।
চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সোহাগ হোসেন জানান, আহতদের মধ্যে মামুন হোসেন ও রানা হোসেনের অবস্থা আশঙ্খাজনক। তাদের হাত ও পায়ের কয়েক স্থানে হাড় ভেঙ্গে গেছে।
এদিকে ঘটনার পরের দিন বুধবার সন্ধ্যায় আহত আরিফের স্ত্রী জান্নাতুল বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় একটি মামলা দায়েল করেছেন। এবং একই ঘটনায় উজ্জল বাদী হয়ে আরিফ হোসেনসহ ৮/১০ নামে পাল্টা মামলা দায়ের করেছেন।
উজ্জল হোসেন জানান, আরিফ তার কাছে কোনো টাকা পাবেনা। ‘আরিফ ও তার লোকজন অন্যায়ভাবে আমার বাড়িতে হামলা করে। প্রতি হত করলে এই ঘটনা ঘটেছে। এঘটনায় আমার ভাইও আহত হয়েছে’।
এ ব্যাপারে চৌগাছা থানার ওসি ইকবাল বাহার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় উভয় পক্ষ মামলা দায়ের করেছেন। পুলিশ এক জনকে আটক করেছেন। ঘটনার সাথে জড়িতোদের আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে।
চৌগাছায় দু’পক্ষের সংঘর্ষে ৭জন আহত: আটক ১
Leave a comment