শ্যামল দত্ত চৌগাছা( যশোর) : যশোরের চৌগাছায় রেমালের তান্ডপে জন জিবন অচল ও গৃহপালিত পশু-পাখী খাদ্য নিয়ে বিপদে মানুষ। নেই উপজেলায় ২ দিন বিদুৎ ।রবি ও সোমবার টানা ২দিন রেমালের ঝড় বৃষ্টির কারণে কৃষকে ঝাল- পটল সবজী খেতে ক্ষতি সাধিত হয়েছে।গাছ -গাছালির ডাল সেই ভেঙ্গে রাস্তায় পড়েছে। কিছু কিছু ছোট গাছের বৃষ্টির পানিতে গাছের গোড়া ভিজে ঝড়েতে উবড়ে গিয়ে ক্ষতি হয়েছে।চাটায় দেওয়া বেড়া ঘড় উপড়ে টিন দেওয়া কিছু জায়গায় ঝড়ে উড়ে গিয়েছে। দিন মুজুর শ্রমিক ভৈরিব আবওয়ার কষ্টের মধ্যে দিন যাপন করছে।
আবওয়াবিদদের আভাস মতে টানা বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া মঙ্গল বার সন্ধ্যা পযন্ত থাকবে।
চৌগাছায় রেমালের তান্ডবে ঝড় বিপর্যস্ত জনজীবন

Leave a comment