জন্মভূমি রিপোর্ট : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার(২৩ নভেম্বর) দুপুরে র্যাব-৬ এর সদর দপ্তরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, র্যাব-৬ এর সদর দফতরের গোয়েন্দা শাখা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মাগুরা জেলার সদর থানার আলমখালী যাত্রী ছাউনি এলাকায় জঙ্গিসংগঠনের সদস্যরা একত্রে মিলিত হয়ে গোপন বৈঠক করছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে মো. ঈষান হালদার ও মো. আব্দুল করিম নামের ২ জঙ্গি সদস্যকে গ্রেফতার করে। অভিযানের সময় অজ্ঞাত আরও ৩/৪ জন পালিয়ে যায় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
র্যাব আরও জানায়, তারা আফগানিস্তানে তালেবান এর উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের উভয়ের বিরুদ্ধে ইতিপূর্বে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।