জন্মভূমি রিপোর্ট
পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক জন্মভূমি পত্রিকার পাইকগাছা প্রতিনিধি, বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে এলাকার গরীবের বন্ধু গাজী আব্দুস সালাম গুরুতর অসুস্থ্য হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আজ রবিবার সকাল ৯টায় মৃত্যুবরণ করেছেন।
পারিবারিক সুত্রে জানাগেছে গাজী আঃ সালাম (৭৮) দীর্ঘ দিন ধরে কিডনী, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে দৈনিক জন্মভূমি পরিবার , পাইকগাছা প্রেসক্লাবসহ বিভিন্নমহল শোক প্রকাশ করেন।