জন্মভূমি রিপোর্ট : দৈনিক জন্মভূমি পত্রিকার তেরখাদা প্রতিনিধি, তেরখাদার চিত্রা মহিলা মহাবিদ্যালয়ের এসিসট্যান্ট প্রফেসর ও তেরখাদা প্রেসক্লাবের সাবেক সভাপতি কে এম আলী এহসানের পিতা খান মোহাম্মাদ আলী (১০০) গত শনিবার রাত পৌঁনে ২টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি ৯পুত্র, ১কন্যাসহ অসংখ্য গুণনগ্রাহী রেখে গেছেন। রোববার বিকেল ৪টায় জুনারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা সম্পন্ন হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় মরহুম খান মোহাম্মাদ আলীর ৯পুত্র, উপজেলা ভাইসচেয়ারম্যান মো: শারাফাত হোসেন মুক্তি, সরদার ইসমাইল হোসেন, শেখ আবু হোসেন বাবু এবং এলাকার বিশিষ্ট আলেম ওলামা, রাজনীতিবিদ, চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।