বিজ্ঞপ্তি : মহেশ^রপাশা জাতীয় তরুণ সংঘের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্লাবটি আয়োজন করেছে আবহওয়ামান গ্রামবাংলার পিঠা উৎসব। শনিবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় তরুণ সংঘের নিজস্ব মাঠ প্রাঙ্গনে পাঁচ দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশ^রপাশা জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ঢাকা জজ কোর্টের সিনিয়র এ্যাড. সেখ সামশুল হুদা। উদ্বোধক অতিথি হিসাবে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন সাবেক কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক।
জাতীয়করুণ সংঘের সভাপতি মোঃ মনিরুজ্জামান খান খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যাপক বিধান চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবর রহমান, জাতীয় তরুণ সংঘের সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম, সৈয়দ শরিফুল ইসলাম সোহেল এবং দিলিপ কুমার বিশ^াস। অনুষ্ঠানে এস শফিক আহমেদ, সৈয়দ শরিফুল ইসলাম, কে এম সাইফুল আলম, মোঃ আমীর আলী মোল্যা, মোঃ রফিকুল ইসলামসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন। পাঁচ দিনব্যাপী এই পিঠা উৎসবে মোট ৩২টি ষ্টলে গ্রাম বাংলার রকমারি পিঠা-পুলি স্থান পেয়েছে। এই উপলক্ষে আগতদের উৎসাব ও আনন্দ দেওযার জন্য মাঠ প্রাঙ্গনে এবং পার্শবর্তি এলাকায় বসেছে বিভিন্ন ধরনের দোকান-পাট। এছাড়াও ক্লাবের মাঠে নাগরদোলা, ইলেক্ট্রনিক দোলনা নৌকাসহ বিভিন্ন খেলনা নিয়ে এসেছে পিঠা উৎসবে। প্রথম দিনে স্টোল গুলোতে পিঠা উৎসবে আগত উৎসুকদের ভিড় লক্ষ করা গেছে। পাঁচ দিনব্যাপী এই পিঠা উৎসব প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।