জন্মভূমি রিপোর্ট
দৈনিক প্রবাহ পত্রিকার মেডিকেল প্রতিনিধি মো: জাকিরুল ইসলাম জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সম্প্রতি ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারীর পর আবারো অসু¯’ হলে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষার মঙ্গলবার তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চিকিৎসকরা তাকে আইসিইউতে রাখার পরামর্শ দিলে গত রাতে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওয়ানা দেয়া হয়। বুধবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আওতায় পরিচালিত করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে তার পারিবারিক সূত্র জানিয়েন।
সাংবাদিক জাকিরুল ইসলামের স্ত্রী জানান, সম্প্রতি ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারী হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার পর তাকে খুলনার বাসায় আনা হয়েছিল। সেখানে কয়েকদিন থাকার পর পুনরায় অসু¯’ হয়ে পড়লে তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। কিš‘ অব¯’ার অবনতি হলে সোমবার রাতে তাকে আবারো ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষার পর তার করোনা পজিটিভ হয়।
চিকিৎসকরা তাকে দ্রুত আইসিইউতে রাখার পরামর্শ দিলে অর্থনৈতিক সংকটের কারণে তাকে প্রাইভেট হাসপাতাল থেকে সরকারি হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়। ঢাকায় কোন সরকারি হাসপাতালে তাকে ভর্তি করতে না পেরে রাতে খুমেক হাসপাতালের করোনা ইউনিটের সাথে যোগাযোগ করে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে নিয়ে রওয়ানা দেয়া হয়। বুধবার সকালে তাকে খুমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাংবাদিক জাকির
Leave a comment