জন্মভূমি ডেস্ক : অনলাইন জুয়াকাণ্ডে নাম জড়িয়েছে দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও নুসরাত ফারিয়ার। বিষয়টি নিয়ে এরইমধ্যে মুখ খুলেছেন ফারিয়া। তবে মুখে কুলুপ এঁটে রেখেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া।
উইনবাজি নামের একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করেছেন জয়া আহসান ও নুসরাত ফারিয়া। গত বছরের অক্টোবর নভেম্বরে ক্রিকেট বশ্বকাপ চলাকালীন প্রচার করা হয় তাদের বিজ্ঞাপন। ভিডিওতে বেশ সাবলীল ও চমকপ্রদ সব বার্তা দিতে দেখা যায় ফারিয়াকে। এতে তিনি নিজেই মানুষকে বাজি লাগার কথা বলছেন।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ফারিয়া বলেন, ‘উইনবাজির জন্য আমি যে বিজ্ঞাপনটি করেছি, তা শুধু ইন্ডিয়ার মধ্যেই প্রচার হয়েছে। দেশে প্রচার হয়নি।’তবে ভারতে কী সাইটটির বৈধতা আছে জানতে চাইলে ফারিয়া তেমন কিছু বলতে পারেননি। সেসময় জানান, বিষয়টি পুরোপুরি না জেনে এতে যুক্ত হয়েছেন।
ফারিয়া বলেন, ‘আমাদের দেশে এ ধরনের বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে ভারতে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানা নেই।’
এদিকে ফারিয়া বিষয়টি নিয়ে কথা বললেও মুখে কুলুপ এটে আছেন জয়া। সংবাদমাধ্যম যোগাযোগের চেষ্টা করলেও অভিনেত্রী সাড়া দেননি।