জন্মভূমি ডেস্ক : জুলাই গণহত্যার বিচারে কোনো ধরনের গাফিলতি হচ্ছে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। আইন উপদেষ্টা হিসেবে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করাই প্রধান দায়িত্ব বলে মনে করছেন তিনি।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে আয়োজিত গুম হত্যা বিষয়ক সংলাপে এসব কথা বলেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু করতে হয়েছে শূন্য হাতে। তবে সকল সমস্যা কাটিয়ে বিচারকাজ দ্রুতই করা হচ্ছে।
আসিফ নজরুল বলেন, গণহত্যার বিচার নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে, সে লক্ষ্যে যৌক্তিকতা বজায় রেখেই বিচার সম্পন্ন করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি হাছান মাহমুদ, ওবায়দুল কাদের মতো লোকগুলো কীভাবে পালিয়ে গেল সেই উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চান। একইসঙ্গে তাদের গ্রেফতার করতে না পারা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি।
আলোচনার শুরুতেই কথা বলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। গত ১৬ বছরে দেশে ঘটা সব হত্যা, বিডিআর হত্যাকাণ্ডসহ সব গুমের বিচার দাবি করা হয়। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র গুমের মধ্য দিয়ে হাসিনা সরকারের গুমের সংস্কৃতি শুরু বলে অভিযোগ করেন ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক। এছাড়া জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এখনো গুমের বিচার শুরু করেনি অন্তর্বর্তী সরকার। সংলাপের দ্বিতীয় সেশন শুরু হবে বেলা আড়াইটায়। এতে সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা বিষয়ে কথা বলবেন বক্তারা। সব শেষ বিকেল পৌনে ৫টায় ভূরাজনৈতিক বাস্তবতায় দেশের স্বার্থ ও নিরাপত্তা বিষয়ে হবে পঞ্চম অধিবেশন।
জুলাই গণহত্যার বিচারে গাফিলতি হচ্ছে না: আইন উপদেষ্টা

Leave a comment