জন্মভূমি রিপোর্ট
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ছাত্র অধিকার পরিষদ খুলনা জেলা শাখার পক্ষ থেকে খুলনার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানানো হয়েছে৷ মঙ্গলবার সন্ধায় দুর্গাপূজার অষ্টমীতে খুলনার বটিয়াঘাটায় উত্তর শৈলমারি সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি সাজিদুল ইসলাম বাপ্পি৷ এসময় তার সাথে ছিলেন, সংষ্কৃতি বিষিয়ক সম্পাদক নাজমুল হোসেন, মোঃ রনি, বিজান বৈরাগী সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ শুভেচ্ছা বক্তব্যে জেলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, খুলনাঞ্চলের মানুষ যেভাবে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গোৎসব পালন করছে এতে আমার মনে হয়েছে, দুর্গোৎসব খুলনাঞ্চলের মানুষের সার্বজনীন মিলনমেলায় পরিনত হয়েছে। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বী ভাই, বোন, বন্ধু ও প্রতিবেশীদের যেনো কোনো সমস্যা না হয় এজন্য ইতিমধ্যে ছাত্র অধিকার পরিষদ খুলনা জেলার সকল স্তরের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা নিয়মিত খোঁজ খবর রাখছে।
এসময় তিনি ভিপি নূরের নেতৃত্বে গনতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে হিন্দু মুসলিম সহ সকল শ্রেনী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দলে দলে গণঅধিকার পরিষদে যোগ দেওয়ার আহ্বান জানান৷
তিনি বলেন, গণঅধিকার পরিষদ এর নেতৃত্বে ধর্ম-বর্ণ, জাত-পাত ভূলে আগামীদিনে খুলনাবাসীকে নিয়েই একটি নিরাপদ খুলনা জেলা গড়ে তোলা হবে৷ এর আগে জেলা সভাপতি সাজিদুল ইসলাম বাপ্পি’র নেতৃত্ব ছাত্র অধিকার পরিষদ খুলনা জেলা’র পক্ষ থেকে রুপসা, দিঘলিয়া ও ফুলতলা সহ আরো কয়েকটি সনাতন অধ্যুষিত এলাকার পূজা মণ্ডপ পরিদর্শন করা হয় এবং বিভিন্ন পর্যায়ের হিন্দু নেতাদের সাথে তারা শুভেচ্ছা বিনিময় করেন ও তাদের খোঁজ খবর নেন।
জেলা ছাত্র অধিকার পরিষদ এর পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময়
Leave a comment