বিজ্ঞপ্তি : বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) খুলনা জেলা শাখার উদ্যোগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এক বৈজ্ঞানিক সেমিনার একটি স্থানীয় অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারের প্রতিবাদ্য বিষয় হল ১ওভারভিউ অফ আর্ট এন্ড আইভিএফ জার্নি ইন খুলনা’। সায়িন্টিফিক পেপারটি উপস্থাপন করেন পপুলার মেডিকেল কলেজের গাইনী এন্ড অব: বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শামছুন নাহার লাকী। উক্ত সেমিনারের চেয়ারপারসন ছিলেন জেলা সভাপতি ও গাজী মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান এবং বরিশালের সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজের গাইনী এন্ড অব: বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আফরোজা খানম। সঞ্চালনায় ছিলেন সিনিয়র বিপিএমপিএ জেলা বিজ্ঞান বিষয়ক সম্পাদক কনসালটেন্ট পেডিয়েট্রিশিয়ান ডা. কাজি হাফিজুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য পেশ করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক ও গাজী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু। এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ডা. আর. কে. নাথ, ডা. মো. বোরহান উদ্দিন আহমেদ, ডা. এম. আর. খান, ডা. মো. মোস্তফা কামাল, ডা. এম. এ. হান্নান, ডা. গৌতম রায়, ডা. এম. বি. জামান, ডা. বিশ^জিৎ সরকার, ডা. মো. আব্দুস সবুর, ডা. শাহীন নওরোজী, ডা. আবু মো. মঈনউদ্দিন-আল-আমিন, ডা. সৈয়েদা জাহানারা মাহমুদ, অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. কানিজ ফাহমিদা, ডা. মোল্লা হারুন-অর-রশীদ, ডা. চন্দন কুমার সাহা, ডা. নুরসেরাত আহমেদ, ডা. আরিফা রহমান, ডা. নাজদান লস্কর, ডা. অনুপ কুমার দে ও ডা. মো. রকিবুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিপুল সংখ্যক সম্মানিত চিকিৎসকবৃন্দ।