যশোর অফিস : বুধবার দুপুরে যশোরের ঝিকরগাছা বিএম স্কুলের নবম শ্রেণীর ছাত্র আরাফাতকে (১৬) পেটানোর অভিযোগে ২ জনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্কুলের ছাত্রবৃন্দ। এরা হলো ঝিকরগাছা কৃষ্ণনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে কিশোরগ্যাং প্রধান নয়ন ইসলাম রাতুল (১৯) এবং মুস্তায়িন বিল্লাহর ছেলে মোঃ হাসান (১৯)। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত অনুমান ১০ টার সময় ঝিকরগাছা থানায় মামলা হয়েছে। ঝিকরগাছা থানায় আহত ছাত্র আরাফাতের পিতা মুসা মাহমুদ মিলন এ মামলা করেন।
মামলার এজাহারে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং সদস্যরা অসামাজিক কার্যকলাপ, জিম্মি করে টাকা দাবী এবং বিভিন্নভাবে নির্যাতন সহ ছাত্রদের মারপিট করে আসছিল। ঘটনার দিন বুধবার দুপুরে টিফিনের সময় কিশোর গ্যাং প্রধান নয়ন ইসলাম রাতুল (১৯) এবং মোঃ হাসান (১৯) ঝিকরগাছা বদর উদ্দীন মুসলিম (বিএম) হাই স্কুলে লাঠি সোটা নিয়ে প্রবেশ করে।নবম শ্রেণীর ছাত্র আরাফাত (১৬) কে অতর্কিত লোহার রড দিয়ে আঘাত এবং কিল ঘুষি শুরু করে। এতে আরাফাতের মাথায় গুরুতর জখম হয়। স্কুলের শিক্ষার্থীরা কিশোর গ্যাংদের ধরে মারপিট করে পুলিশে সোপর্দ করে।
ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ বলেন,এরা প্রায়ই স্কুলে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আহত আরাফাতের পিতা মুসা মাহমুদ মিলন জানান, বুধবার রাতে ঝিকরগাছা থানায় মামলা (নং১৮) দায়ের করেছি।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইব্রাহিম আলী জানান, এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা হয়েছে।