জন্মভূমি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনও শিক্ষার্থীদের উদ্যোগে আবারো আঁকা হল স্বৈরাচার শেখ হাসিনা গ্রাফিতি। এসময় শেখ হাসিনার প্রতি তীব্র ঘৃণা জানিয়ে তাঁর গ্রাফিতি সম্বলিত পিলার টিকে ফ্যাসিবাদ ঘৃণা স্তম্ভ ঘোষণার কথা জানান শিক্ষার্থীরা। এর আগে শনিবার রাতে গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ছাত্রদের প্রতিবাদের মুখে তারা দুঃখ প্রকাশ করে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মন্ত্রী, এমপি ও দলীয় নেতা কর্মীরাও।
শেখ হাসিনার পতন এর ২ দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতিতে কালি মেখে ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করে সম্মিলিত ছাত্র জনতা।কিন্তু শনিবার রাতে সেই পিলার থেকে শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করে সিটি করপোরেশনের কর্মীরা যার অনুমতি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ জানায় শিক্ষার্থীরা। পরে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করে।
এই প্রেক্ষিতে রবিবার রাতভর আবারও সেই ফ্যাসিস্ট হাসিনার গ্রাফিতি নতুন করে আঁকলেন সাধারণ শিক্ষার্থীরা। যখন শেখ হাসিনার পতন ঘটেনি তখন এখানে ছাত্র জনতা তাঁদের ক্ষোভের বিস্ফোরণ হিসেবে জায়গাটিকে সম্পূর্ণ রূপে চিহ্নিত করার জন্য ঢিল ছোড়ে এবং জুতো ছুড়ে ঘৃণা স্তম্ভ উত্থান করে। আজকে আমরা শিক্ষার্থীরা কিন্তু গ্রাফিতিতে আবার যেই স্বরূপে ছিল সেভাবেই আঁকবো, আমরা গ্রাফিতির মধ্যে পুরোনো ভাবে ঘৃণা প্রদর্শন করব।
এক শিক্ষার্থী বলেন এটা মুছা সম্ভব না উচিত না। এই যে প্রোক্টর,যিনি আসলে অনুমতি দিয়েছিলেন মুছে ফেলার আমার মনে হচ্ছে তিনি নিজে স্বৈরাচারকে ধারণ করে। শেখ হাসিনার গ্রাফিতি সম্মিলিত মেট্রোর এই পিলারকে ফ্যাসিবাদ ঘৃণা স্তম্ভ ঘোষণা করার কথা জানান শিক্ষার্থীরা।
টিএসসিতে শেখ হাসিনার গ্রাফিতি মোছা নিয়ে উত্তাল ঢাবি

Leave a comment