জন্মভূমি ডেস্ক
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে ট্রাকচাপায় উপজেলার রায়মনি এলাকার জাহাঙ্গীর আলম (৪২), তার অন্ত:সত্ত¡া স্ত্রী রতœা আক্তার ও তাদের ছয় বছরের কন্যা সন্তান সানজিদা নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, নিহত দম্পতি তাদের ছয় বছরের সন্তানকে নিয়ে অন্ত:সত্ত¡া নারীর আল্ট্রাসনোগ্রাফি করাতে এসেছিলেন। এ সময় রাস্তার পাশেই ময়মনসিংহগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও সন্তান মারা যায়। এ সময় অন্ত:সত্ত¡া ওই নারীর বাচ্চা প্রসব হয়ে যায়। বাচ্চাটি বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ট্রাকচাপায় নিহত নারীর জীবিত সন্তান প্রসব
Leave a comment