ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কেন্দ্রীয় সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি নেতা অরুণ গোলদার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। ঘোষিত তফসিলে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল বুধবার সকালে অফিস কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শিক্ষক শেখ নজরুল ইসলাম তার মনোনয়ন পত্র প্রত্যাহার করায় তিনি নির্বাচিত হন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলায় বিআরডিবির কেন্দ্রীয় সমিতির আওতায় এ নির্বাচনে ৮টি পদে আগামী ৮ ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য করা হয়। মোট ১০২ জনের ভোটাধিকারে অনুষ্ঠিতব্য ওই নির্বাচনে গতকাল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে সকল পদে মনোনয়নপত্র প্রত্যাহার হয়। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে সরদার আনিসুর রহমান, সাধারণ সদস্য পদে পংকজ মন্ডল, লুৎফর রহমান শেখ ও তরিকুল ইসলাম নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি রাধা কান্ত ঘোষ জানান,২, ৩ ও ৫নং ব্লকে কোন প্রার্থী না থাকায় ওই তিনটি পদ শূন্য রয়েছে।