ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় আদালতের আদেশ উপেক্ষা করে জমি দখলের পাঁয়তারা করছে প্রভাবশালী প্রতিপক্ষ। ঘটনাটি উপজেলার খর্ণিয়া ইউনিয়নের আঙ্গারদহা এলাকায়।
আদালতে দায়েরকৃত মামলার বিবরণী সূত্রে জানা যায়, উপজেলার আঙ্গারদহা গ্রামের মৃত সামছুর রহমান খানের ছেলে রায়হান খান প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে আঙ্গারদহা মৌজায় বন্দোবস্ত দলিল মূলে ১একর ১৮ শতাংশ জমিতে ধান,মাছ, সবজি চাষাবাদ করে ভোগদখল করে আসছে। সম্প্রতি ওই জমিতে স্থানীয় প্রভাবশালী প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক, মুস্তাফিজুর,লিটু সহ তাদের দলবল নিয়ে দখলের চেষ্টা চালায়। এতে রায়হান খান বাঁধা দিলে প্রতিপক্ষ তাকে জীবননাশ সহ বিভিন্ন ভয়ভীতির হুমকি দেয় বলে তিনি জানান। উপায়ন্ত না পেয়ে রায়হান খান বাদি হয়ে খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত শুনানি শেষে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ওই জমিতে স্থিতিবস্থা বজায় রাখার জন্য ডুমুরিয়া থানাকে নির্দেশ দেন। তারপরও থেমে নেই প্রতিপক্ষ, তারা দফায় দফায় দখলের চেষ্টা অব্যাহত রেখেছেন। উল্লেখ্য, ওই জমিতে সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী-২০০/০৬ নং মামলায় স্থায়ী নিষেধাজ্ঞারও আদেশ রয়েছে।
ডুমুরিয়ায় আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমি দখলের চেষ্টা

Leave a comment