শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : ডুমুরিয়া খুলনা কৃষি অধিদপ্তরের আয়োজনে বুধবার ১৪ও১৫ফেরুয়ারি ২০২৪ সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২ (দুই) দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত কৃষক প্রশিক্ষণে বক্তব্য দেন খামার বাড়ি ,অতিরিক্ত উপপরিচালক ( পিপি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, ডুমুরিয়া অতিরিক্ত কৃষি অফিসার উপজেলা কৃষি মোঃ ওয়ালিদ হোসেন,ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ হামিদুল ইসলাম প্রমুখ।
ডুমুরিয়া উপজেলা বিভিন্ন গ্রামে ৩০জন কৃষক ও কৃষাণি প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
এসময় স্থানীয় প্রান্তিক পর্যায়ের কৃষকরা কীটনাশক মুক্ত পরিবেশবান্ধব শস্য উৎপাদনের বিষয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে বলেন। কৃষক পারে দেশের মানুষ কে ভালো রাখতে।বিষ মুক্ত ফসল উৎপাদন করলে দেশের মানুষ সুস্থ সুন্দর থাকবে।আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সব সময় কৃষকদের মাঝে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি।কৃষক প্রশিক্ষণ নিয়ে কীটনাশক বিষমুক্ত উৎপাদন করে লাভবান হউক।কীটনাশক মুক্ত ফসল চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন।ফসলের রোগ বালাই পোকামাকড় দূর করার জন্য আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে হবে।প্রয়োজনে কৃষি অফিসে আসবেন সঠিক পরামর্শ নিবেন।
ডুমুরিয়ায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Leave a comment