ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী কৈয়া বাজার সংলগ্ন পূর্ব জিলেরডাঙ্গায় এন কে এগ্রো পাইকারি নতুন মাছের আড়ত উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন নারায়ণ চন্দ্র চন্দ এমপি। উদ্বোধনকালে তিনি তার বক্তব্যে বলেন, গ্রাম-গঞ্জে এভাবে মাছের আড়ৎ গড়ে উঠায় এলাকার বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং মৎস্য চাষীদের তাদের উৎপাদিত মাছ সহজেই বাজারজাত করতে পারবেন। এতে চাষীরা অনেকাংশে লাভবান হবেন।
এনকে এগ্রো পাইকারি বাজারের সত্ত্বাধিকারি প্রফুল্ল কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, ব্যাংক কর্মকর্তা চৌধুরী ফিরোজ হাসান, হাজী সাইফুল ইসলাম খান, মোল্যা ইলিয়াচুর রহমান, মুরশিদা আক্তার রনি, সরদার আবু সাঈদ, এমএম সুলতান আহমদ, খান আবু বক্কর, শোভারানী হালদার, মুক্তিযোদ্ধা চন্দ্রকান্ত তরফদার, মোঃ মনিরুল মামুন, কৃষ্ণ রায় প্রমুখ। পরিচালনা করেন অমর কৃষ্ণ বৈদ্য। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে কৈয়া বাজার সংলগ্ন এ নতুন মাছের আড়তে ২০টি ঘর নির্মাণ করা হয়েছে।