শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় খরিপ ১/২০২৩-২৪ মৌসুমে আউশ চাষাবাদে প্রণোদনা কর্মসূচির প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ।
বুধবার সকাল ৯টায় রুদাঘরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে খরিপ ১/২০২৩-২৪ মৌসুমে আউশ চাষাবাদে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন,
বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা নিলয় মল্লিক ডুমুরিয়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন, চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জান, এস পি পি ও পরান্জয় মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, অশিনটন মন্ডল,ও রবিউল ইসলাম
এ সময় উপজেলার ১৪টি ইউনিয়ন চার শতাধীক প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৩শত জন পাট চাষীকে ১কেজি পাটের বীজ বিতরণ করেন,
আলোচনা সভায় বক্তাগন কৃষকদের উদ্দেশ্যে জমি ফেলে না রেখে চাষের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য দেন। প্রতিটি কৃষক প্রাপ্ত বীজ ও সার প্রয়োগ করে ৩৩ শতাংশ জমিতে আউশ ধান রোপণ করতে পারবেন।
ডুমুরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
Leave a comment