জন্মভূমি রিপোর্ট
খুলনার ডুমুরিয়া উপজেলার বিলপাবলা ও চক হাসানখালী মৌজায় সরকারী জমি দখল চেষ্টার অভিযোগে বুধবার বিকেলে একজনকে ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া হয়েছে।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল ওয়াদুদ দৈনিক জন্মভূমিকে বলেন, অবৈধ ভাবে বালি উত্তোলন করে সরকারি জায়গা ভরাটের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় সবুজ সরকার নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল দেয়া হয়। তার বাড়ি ডুমুরিয়া উপজেলার পিপড়ামারী গ্রামে। তার পিতার নাম বিনোদ সরকার। তিনি বলেন একটি মহল ড্রেজার বসিয়ে একদিকে অবৈধ ভাবে বালি উত্তোলন করছে, অন্যদিকে সরকারি জায়গা দখলে নিচ্ছে। যারা সরকারি জায়গায় প্রকল্প গড়ে তুলে দখল করছে দ্রুত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
চক আহসানখালী ও বিলপাবলা মৌজায় কতিপয় ভূমি দখলকারী সাইবোর্ড দিয়ে সরকারি জমি দখল করে চলেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে তানিশা আবাসিক প্রকল্পের সাইন বোর্ড দেখতে পায়। তাছাড়া বিশ^াস প্রপারটিরও একটি সাইনবোর্ড রয়েছে। পূর্বেই সরকারি খাস জায়গা চিহ্নিত করে লাল পতাকা দেয়ার পরও জায়গা ছেড়ে না দেয়ায় তাদেরকে বুধবার হুসিয়ারি করে দেয়া হয়। তারা ড্রেজার দিয়ে বালি তুলে সরকারি খালে ফেলছে। এসব ভূমিদস্যুরা রাতারাতি সরকারী জায়গার মালিক সেজে কৌশলে বিক্রি করে মোটা অংকের টাকা ব্যবসা করছে। এসব চক্রের বিরুদ্ধে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না। এদিকে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নেও একটি ভুমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে সরকারি খাস জায়গা দখল করে আসছে। তারা পরিত্যাক্ত সম্পত্তিও দখল করে মালিক হয়ে যাচ্ছে। সাবরেজিষ্ট্রি অফিসের কতিপয় দলিল লেখকের সহযোগীতায় অন্যের সম্পত্তির মালিক সাজিয়ে বিক্রি করে দেয়ার অভিযোগ রয়েছে।