শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : মঙ্গলবার সকাল সাড়ে ১ ১টায় শহীদ জোবায়েদ আলী মিলনায়তন। আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া উপজেলা প্রশাসন, আয়োজনে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সসেক্টর মোঃ মনির হোসেন, ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্র নাথ সানা, ডুমুরিয়া সরকারী মহিলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা রহমান, চেয়ারম্যান হুমায়ুন কবির বুলু ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন প্রমুখ।। আলোচনা সভায় বক্তব্য বক্তরা বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৯৭১ সালের ২৫শে মার্চ এক বিভীষিকাময় রাত। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর পাকিস্তানের দুই অংশ—পূর্ব ও পশ্চিম পাকিস্তান—গঠিত হয়। তবে ভাষা, সংস্কৃতি এবং অর্থনৈতিক বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তানের জনগণের ওপর পশ্চিম পাকিস্তানের শাসন শোষণের রূপ নেয়।
১৯৭০ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু পাকিস্তানের সামরিক জান্তা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করে। দীর্ঘ আলোচনা ব্যর্থ হলে ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী পূর্ব পাকিস্তানের নিরীহ জনগণের ওপর বর্বর হামলা চালায়।
পাকিস্তানি সামরিক বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে পূর্বপরিকল্পিত সামরিক অভিযান পরিচালনা করে, যার মূল লক্ষ্য ছিল বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে চিরতরে নিশ্চিহ্ন করা।
ডুমুরিয়ায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

Leave a comment