ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলার মান্দ্রা গ্রামে অভিযান চালিয়ে নাঈম হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক নাঈম হোসেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভেটখালি গ্রামের ইবাদুল গাজীর পুত্র। পুলিশ জানায়; ডুমুরিয়ার চেঁচুড়ি ক্যাম্প পুলিশ রোববার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে মান্দ্রা ওয়াপদার রাস্তায় অভিযান চালিয়ে নাঈম হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই এনায়েত সিকদার বলেন; আটক নাঈম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদক ব্যবসায়ী নাঈম হোসেন সাতক্ষীরা এলাকা থেকে মাদকদ্রব্য এনে ডুমুরিয়া মান্দ্রা গ্রামে শশুর বাড়ী থেকে বিভিন্ন এলাকায় বিক্রি করে।