ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ভাইয়ের উপর অভিমান করে ঝুমুর বেগম (২০) নামে এক সন্তানের জননী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের দক্ষিণ ডুমুরিয়ায় এ ঘটনা ঘটে। মৃতের স্বামী গোলনা গ্রামের ইমরান খান জানান, আমি বাড়িতে না থাকায় গত মঙ্গলবার বিকেলে দেড় বছরের মেয়ে লামিয়া কে নিয়ে স্ত্রী ঝুমুর দক্ষিণ ডুমুরিয়ায় বাপের বাড়ি যাবার কথা বলে বের হয়। রাতে বাড়ি এসে শ্বশুর বাড়ি খবর নিয়ে জানতে পারি সেখানে যায়নি। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরের দিন স্ত্রীর ভাই হুসাইন তাকে বাজারে পেয়ে বাড়িতে নিয়ে যায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।এরপর ভাইয়ের উপর অভিমান করে ঘটনার দিন সকালে সকলের অজান্তে বাবার বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনা প্রসঙ্গে ওসি মাসুদ রানা বলেন,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।