ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পষ্টে কমল বসাক (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার শোভনা পূর্ব পাড়ার কলাবুনে বিলে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের পূর্ব পাড়া এলাকার কৃষক কমল বসাক ঘটনার দিন দুপুরে কলাবুনে বিলে ঘাস কাটতে যায়। এ সময় সুদেব দাশের হারিতে নেওয়া মৎস্য ঘেরে আইলে সবজি ক্ষেতে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।