শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : প্রধান অতিথি খুলনা জেলা মৎস্য অফিসার জয়দেব পাল বলেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলাসহ চাহিদার চেয়ে বেশি মাছ উৎপাদন হয় । দেশে মাছের উৎপাদন ও আহরণ বৃদ্ধি পেলে মৎস্যজাতপণ্য বিদেশে রপ্তানির পরিমান বৃদ্ধি পাবে। এর ফলে মৎস্যআহরণকারী ও চাষিদের সামগ্রিক উন্নয়ন হবে।
খুলনা থেকে ২০২২-২৩ অর্থবছরে ২৮ হাজার ৩১৬ টন মৎস্য ও মৎস্য জাতীয় পণ্য রপ্তানি করে মোট দুই হাজার ৮২৩ কোটি টাকার সমান মূল্যের বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।
এ সময়ে মোট উৎপাদিত মাছের পরিমাণ ছিল এক লাখ ২১ হাজার ৭৫০ টন, যা খুলনা জেলার চাহিদার চেয়ে ৬৪ হাজার ৫৪৫ টন বেশি।
এ বছরে জেলায় ২৫ হাজার ৩৭৫ টন চিংড়ি মাছ উৎপাদন হয়েছে এবং জেলার বিভিন্ন নদী থেকে দুই হাজার ২৬৮ টন ইলিশ আহরণ করা হয়েছে। প্রশিক্ষণে তিনি মৎস্য চাষীদের মাছ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বৃহস্পতিবার ১৫ফেরুয়ারি সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা অফির্সাস ক্লাবে আশা আয়োজিত মৎস্যচাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে সভায় সভাপতিত্ব করেন আশা এনজিওখুলনা জেলা ম্যানেজার মোঃ মাসুম আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক, বক্তব্য দেন আশা ডুমুরিয়া উপজেলা সাখার ম্যানেজার মনোজ কুমার দে, শেখ শাহিনুল ইসলাম,ও হানিফ হোসেন শেখ, প্রমুখ। ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ৩০জন মৎস্য চাষীদের এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ডুমুরিয়ায় মৎস্য চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
Leave a comment