ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে নাঈম সানা (১৯) নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। আহত ওই যুবকের পিতা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে এ মামলাটি দায়ের করেন। তবে পুলিশ এখনও কোন ক্লু উদঘাটন করতে পারেনি।
উল্লেখ্য, উপজেলার মৈখালি এলাকার খোশদেল সানার ছেলে নাঈম সানা (১৯) তার সহোদরকে নিয়ে ঘটনার দিন সন্ধ্যায় ধানিবুনিয়া কফি হাউজে ঘুরতে যান।এ সময় কফি পান শেষে মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে শরাফপুর -কৈয়া সড়কের শরাফপুর বাজারের অদুরে শাহিনুর রহমানের অটো রাইস মিলের সামনে আসলে পিছন দিক থেকে ২টি দ্রুত গতিতে আসা মটরসাইকেল তার গতিরোধ করে এবং নঈম কে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দুর্বৃত্তের ছোড়া গুলি তার মাজা ভেদ করে সে গুরুতর জখম হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ওই রাতেই খুমেক হাসপাতালে ভর্তি করে। এরপর তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনার গুলিবিদ্ধ ওই যুবকের পিতা খোশদেল সানা বাদি হয়ে অজ্ঞাত নামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ মাসুদ রানা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছি।
ডুমুরিয়ায় যুবক গুলিবিদ্ধের ঘটনায় মামলা

Leave a comment