ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় এবার ষাটোর্ধ্ব এক ব্যক্তি ধর্ষণ করেছে আট বছর বয়সী পিতৃহারা এক শিশু কন্যাকে। এ ঘটনায় ধর্ষককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। গত শনিবার উপজেলার শোভনা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনার দিন বিকেলে শিশুটির বিধবা অসুস্থ মা ঔষধ কিনতে বাজারে আসে। এটি জেনে শোভনা পশ্চিমপাড়া এলাকার মৃত নটবর গাইনের ছেলে ধর্ষক তারাপদ গাইন কু-মতলব নিয়ে ওই শিশুটির বাড়িতে প্রবেশ করে। এরপর একা বাড়িতে থাকা শিশুটিকে নিয়ে তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনার বিষয় কাউকে না জানাতে হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি জানাজানির এক র্যায়ে শিশুটির মা থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন এবং ধর্ষক তারাপদ গাইন কে নিজ এলাকা থেকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ভিকটিম কে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।