জি এম ফিরোজ, ডুমুরিয়া : দৌলতপুর-শাহপুর সড়কে ডুমুরিয়া উপজেলার থুকড়া গাজীবাড়ি মসজিদের সামনে গতকাল শনিবার সকালে সড়ক দূর্ঘটনায় ১ আলম সাধূ যাত্রী প্রাণ হারিয়েছে। আর চালক-সহ গুরুত্বর আহত ৩ যাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে অন্যান্য দিনে মতো উপজেলার শাহপুর এলাকা থেকে কয়েকজন মাছ ব্যবসায় স্যালো ইঞ্জিন চালিত ৩ চাকার আলম সাধূ-তে চড়ে খুলনা শহরের বাইপাস মাছের আড়তে যাচ্ছিলেন। ৩ যাত্রী নিয়ে শাহপুর থেকে ছাড়ার পর দৌলতপুর-শাহপর সড়কে ডুমুরিয়া উপজেলার থুকড়া এলাকার দাউদ গাজী’র দোকানের কাছে ভাঙ্গা-চোরা রাস্তার গর্তে পড়ায় দ্রুতগতির আলম সাধু চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন বেপরোয়া আলম সাধুটি রাস্তার পাশের শিরিশ গাছের সঙ্গে প্রচন্ড গতিতে ধাক্কা মারে। ওই দূর্ঘটনা দেখে এলাকার লোক-জন তাৎক্ষণিক ভাবে এগিয়ে এসে গুরুত্বর আহত অবস্থায় আলম সাধুর যাত্রী মাছ ব্যবসায়ী শাহপুর গ্রামের রাশেদ সরদার(৩৮), তার ছোট ভাই সায়েদ সরদার(২৪), আলম সাধু চালক রাশেদুল মোড়ল(২৫) ও আলী মীর(৩৫)-কে উদ্ধার করেন। এবং দ্রুত আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে আহতরা খুমেক হাসপাতালে পৌছালে কর্তব্যরত চিকিৎসক, ব্যবসায়ী রাশেদ সরদার-কে মৃত ঘোষণা করেন। আর চালক রাশেদুল মোড়লের বাম পা ভেঙ্গে যাওয়া-সহ গুরুত্ব আহত সায়েদ সরদার খুমেকে চিকিৎসাধীন আছে। আর চিকিৎসা নিয়ে আলী মীর বাড়িতে ফিরেছে।
এ প্রসঙ্গে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, থুকড়ায় আলম সাধু এক্সিডেন্টে ১জন খুলনা হাসপাতালে মারা গেছে। নগরীর সোনাডাঙ্গা থানা আইনগত ব্যবস্থা নেবে।
ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১: আহত ৩
Leave a comment