জি,এম,ফিরোজ, ডুমুরিয়া : ডুমুরিয়ায় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে সরকারি রাস্তার জায়গা অবৈধ ভাবে দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খরসঙ্গ গ্রামে। এ ঘটনায় স্হানীয় ইউপি সদস্য নাজমুল হুদা নান্নু বাদী হয়ে প্রতিপক্ষ দখলদার আব্দুল গফফার মোড়লের বিরুদ্ধে রোববার একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার খরসঙ্গ গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল গফফার মোড়ল গত ৮ ফেব্রুয়াারী তারিখ থেকে তার জমির পাশে থাকা সরকারি রাস্তা ও পানি নিষ্কাশনের ড্রেন ভরাট করে অবৈধ ভাবে পাঁকা সীমানা প্রাচীর নির্মাণ শুরু করে। বিষয়টি নিয়ে স্হানীয় জনসাধারণ এবং ইউপি সদস্য নাজমুল হুদা নান্নু রাস্তার জায়গা পরিমাপ করে সীমানা চিহ্নিত করে প্রাচীর নির্মাণের কথা বলেন। কিন্ত আব্দুল গফফার মোড়ল কারো কথায় কর্ণপাত না করে প্রাচীর নির্মাণ অব্যাহত রাখায় ইউপি সদস্য নাজমুল হুদা নান্নু বিষয়টি রোববার উপজেলা সহকাররি কমিশনার(ভূমি) এর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল গফফার মোড়ল বলেন,রাস্তার পাশের কাঁচা ড্রেনটি পাকা পোক্ত ভাবে করার জন্যে আমার প্রাচীরের ভিতর রেখেছি।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস,এম আশিস মোমতাজ জানান, ইউপি সদস্যের অভিযোগের প্রেক্ষিতে রুদাঘরা তহশীল অফিসের উপসহকারি ভূমি কর্মকর্তাকে বিবাদীকে নোটিশ জারি করা হয়েছে।
অচিরেই সার্ভেয়ার দ্বারা জমি পরিমান করে পরবর্তি ব্যবস্হা নেয়া হবে।
ডুমুরিয়ায় সরকারি রাস্তার জায়গা দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ
Leave a comment