জি,এম,ফিরোজ, ডুমুরিয়া : ডুমুরিয়ার খরসঙ্গ-চহেড়া- শোলগাতিয়া গ্রাম এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড,মাদক এবং জুয়া খেলাসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবীতে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার এলাকার সর্বস্তরের সাধারণ মানুষের উপস্হিতিতে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে খরসঙ্গ মোড়ল পাড়া এলাকায় আয়োজিত সমাবেশের সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীন ব্যক্তিত্ব আবু বকর ভূঁইয়া। শিক্ষক মিজানুর রহমান মোড়ল ও সৌদি প্রবাসী তৈয়েবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্যদেন ইউপি সদস্য নাজমুল হুদা নান্নু,সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল,আব্দুল মান্নান মোড়ল,শওকত আলী মোড়ল,
ওমর মোল্যা,ছাত্র নেতা মফিজুর রহমান,জহুরুল ইসলাম মোল্যা,মোঃ খালিদ হোসেন,নুর ইসলাম,মুজিবর গাজী,সোহাগ গাজী,সিদ্দিক, আসাদুল মোড়ল, মোড়ল,সামছুর মোল্ল্যা,আ: কুদ্দুস ভূঁইয়া,কালাম সরদার,নুর মোহাম্মদ মোল্যা,আব্দুস সোবহান, মাহাবুর মোড়ল প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন,গত ১৩ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার চিহ্নিত মাদক সেবি ও বিক্রেতা শাহাবুদ্দিন ভূইয়া ও তার সহযোগীদের দ্বারা গৃহবধু পারভীন নাহার বেগম কে বেদম মারপিট এবং তাকে ঠেকাতে এসে ইলিয়াস হোসেন মোড়ল,মোশাররফ হোসেন মোড়ল এবং মোস্তাফিজ মোড়লকে উপর্যুপরি ছুরিকাঘাতে জখম করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িত দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়।
এ ছাড়া এলাকায় মাদক সেবি ও বিক্রেতা,জুয়াড়ী এবং সন্ত্রাসী কর্মকান্ড বন্ধে অবসর প্রাপ্ত সেনা সদস্য মোঃ ইলিয়াস হোসেন মোড়ল কে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট একটি সামাজিক সম্প্রীতি সুরক্ষা কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
ডুমুরিয়ায় সামাজিক সম্প্রীতি সুরক্ষায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত
Leave a comment