শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : ডুমুরিয়ায় নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির মৃনাল বাহিনী অন্যতম সেকেন্ড ইন কমান্ড বাহিনীর সদস্য ডুমুরিয়া সাহস গ্রামের সুকুমার ওরফে তরুর মামা নিরঞ্জন মন্ডল ও তার স্ত্রী মামী নমিতা মন্ডল ২০১ সালে তরু মরে যাওয়ার পৃর্বে তার অবৈধ অর্থ উপার্জন তার মামী নমিতা মন্ডল এর নিকট রেখে যায়। সে অবৈধ অর্থ দিয়ে সাহস গ্রামের গড়ে তুলেছে কোটি টাকা ৩ টি ভবন ৩টি ভবন সম্পর্কে সুকুমার
ওরফে তরুর মামা নিরঞ্জন মন্ডের নিকট জানতে চাইলে তিনি জানান, তার ছেলে ইন্জিনিয়ার ৭ বছর ধরে চাকরি করেন সে টাকা দিয়ে ৩টি বড় বড় বাড়ি নির্মাণ হতে চলেছে।
স্হানীয় সাবেক ইউপি সদস্য মোজাফফর সরদার তার কিছু জমি হারিতে দেওয়া থাকলে তার নিকট থেকে ৫হাজার টাকা হাড়ী গ্রহন করে এলাকার স্হানীয় দাউদ মোড়লের বাড়িতে নিরঞ্জন মন্ডল কাজ করে
জিবিকা নির্বাহ করতেন।
নিরঞ্জন মন্ডল ও দাউদ মোড়লের সাথে দুই জনের ভালো সম্পর্ক গড়ে ওঠে সেই সুবাদে তার বাড়ি যাতায়াত করে হঠাৎ সাংবাদিকদের ডেকে তার স্ত্রী নমিতা মন্ডল বলেন যে তার খাস জমি দাউদ মোড়ল তার খাস জমি দখল করে খায়।
খাস জমি খাস জমি সম্পর্কে দাউদ মোড়লের নিকট জানতে চাইলে তিনি জানান আমি তার কোন জমি খাইনা সে তার জমি মোজাফফার মেম্বারের নিকট হারিয়ে দিয়েছে গত বছর ৫ হাজার টাকা হাড়ী দিয়েছে।।