ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও দাখিল মাদ্রাসা অনুর্ধ্ব-১৬ আ্যথলেটিক্স ও গ্রামীন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনায় ফুটবল মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা শেখ বখতিয়ার রহমান গাজীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করেন রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেসা খাতুন, শাহপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম নাজমুল আলম, আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী। ক্রীড়ানুষ্ঠানে ধারা ভাষ্যে ছিলেন সহকারী শিক্ষক আসমাউল হুসনা ও সুলতানা রাজিয়া। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন প্রতাপ কুমার মণ্ডল, আব্দুল জলিল, সামরুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।