ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় মদ্যপান করে বেসামাল ৩ মদ্যপায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার বকুলতলা এলাকায় আড়ংঘাটা এলাকার মৃত জলিল উদ্দিন মোল্লার ছেলে মনিরুল ইসলাম (৪২), বটিয়াঘাটার আলাইপুর এলাকার লুৎফর মোল্যার ছেলে হাবিব মোল্যা (২৫) ও হরিণটানা রাজবাধ এলাকার মৃত আশুতোষ মন্ডলের ছেলে অমল মন্ডল (৪৫) মদ্যপানে বেসামাল হয়ে পড়ে।এ সময় পুলিশী অভিযানে তাদের আটক করে উপজেলা নির্বাহী অফিসে হাজির করে। আদালত প্রত্যেককে দণ্ডবিধির ১৮৬০ এর ২৯১ ধারায় ৭দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ডুমুরিয়ায় ৩ মদ্যপায়ীকে কারাদণ্ড

Leave a comment