ডুমুরিয়া প্রতিনিধি
সারা দেশ যখন শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ঠিক তখনই শিশু নির্যাতনের এক বর্বরোচিত ঘটেছে খুলনার ডুমুরিয়ায়। শনিবার মার্চ বিকাল সাড়ে ৪ টায় ডুমুরিয়া সদরের ওয়াপদার মাথায় বিশ্বাস পাড়ার জনৈক সাদ্দাম বিশ্বাসের (৬) বছরের ছেলে একই এলাকায় হাসান বিশ্বাসের ছেলের সাথে খেলা করছিলো। এসময় তারা খেলার ছলে ঝগড়া-বিবাদে জড়ালে সাদ্দাম বিশ্বাসের শিশু পুত্র (৬) কে জনৈক হাসান বিশ্বাস গাছের সাথে রসি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় পেটাতে শুরু করে, এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে, পরবর্তীতে স্থানীয়রা চিৎকারে ছুটে আসলে হাসান বিশ্বাস পালিয়ে যায় এবং শিশু বাচ্চাটিকে উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে বাচ্চাটির পিতা ডুমুরিয়া থানায় বাদী হয়ে একটি অভিযোগ করলে তাৎখনীক ভাবে ডুমুরিয়া থানার ওসি মো: ওবায়দুল রহমানের র্নিদেশে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠান, অভিযুক্ত হাসান বিশ্বাস পালাতক রয়েছে। এই ঘটনায় এলাকাবাসী ক্ষোভে ফুসছে ও তীব্র নিন্দা জানিয়েছে এবং ঘটনার সুষ্ঠ বিচার প্রার্থনা করেছেন।