ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ৪টি ইউনিয়ন ভূমি অফিসে (তহশীল) চার জন ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা (নায়েব) দায়িী¡ভার গ্রহণ করেছেন। গত রোববার সকালে তারা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস,এম আশিষ মোমতাজের কার্যালয়ে হাজির হয়ে যোগদান পূর্বক নিজ-নিজ কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার এস,এম মুস্তাফিজুর রহমানের গত ৩ জানুয়ারি স্বাক্ষরিত এক পত্রে ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া সদর ইউনিয়ন ভূমি অফিসে রাজিব হোসেন, থুকড়ায় বোরহান উদ্দীন, শোভনায় কামনাশিষ হীরা এবং বয়ারশিং (চুকনগর) ইউনিয়ন ভূমি অফিসে মোঃ আশরাফুজ্জামানকে পদায়ন করা হয়। পদায়িত ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা গন গত ৯ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। রোববার তারা আনুষ্ঠানিকভাবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে যোগদান করে নিজ-নিজ কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করেছেন। নতুন যোগদানকৃত ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তাগণ ৪০তম বিসিএস নন ক্যাডার কর্মকর্তা বলে জানা গেছে।