জন্মভূমি ডেস্ক : ডেঙ্গুর চেয়েও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ভয়াবহ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনের সময় এমন মন্তব্য করেন তিনি।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা, ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতাসহ সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেন, অনির্বাচিত, লুটেরা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণকে সর্বক্ষেত্রে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তারা একদিকে জনগণকে খেতে দিতে পারে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ খেতে পারছে না। অন্যদিকে মহামারী ব্যাধিতে প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় না কিন্তু সবখানে চুরি হয়।
মির্জা ফখরুল বলেন, ঢাকার দুই সিটিতে দুই মেয়র আছে। তারা জোর করে মেয়র নির্বাচিত হয়েছে। এডিস মশা নিধনের নামে তারা বিদেশ থেকে যে ওষুধ আনে সেখানেও চুরি করে। এদের প্রধান লক্ষ্য একটাই চুরি করা। তাদের সব কাজের মূলে আছে চুরি।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি সরকারকে হঠানোর কর্মসূচিতে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় বিএনপি নেতা আব্দুস সালাম, বরকত উল্লা বুলু, রফিকুল ইসলাম, মীর সরাফত আলী সপু, ইশরাক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।