জন্মভূমি ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘মার্কিন সহকারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডোনাল্ড লু নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমি তাকে এ ব্যবস্থা বিলুপ্ত হওয়ার কথা বলেছি। এটি এখন সংবিধানের অংশ নয়।’
বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।
ডোনাল্ড লু’র বাংলাদেশ সফর ও তার সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘ডোনাল্ড লু’র সঙ্গে আমাদের দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। আমরা তাকে বলেছি – দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে। তারাও (মার্কিন প্রতিনিধি) এ বিষয়ে একমত হয়েছেন। মানবাধিকার পরিস্থিতির উন্নতি হওয়ায় তারা নতুন করে নিষেধাজ্ঞা দেয়নি।’
মন্ত্রী বলেন, ‘মার্কিন প্রতিনিধিদল গণতন্ত্রের উত্তরণ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।’ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, মেয়াদ শেষ হওয়ার পর ৯০-৬০ দিনের মধ্যে নির্বাচন।
আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, ‘রাজনৈতিকভাবে বিএনপিকে ঘায়েল করার কোনো পদক্ষেপ সরকার নেয়নি এবং নেবেও না। যারা অপরাধ করে সরকার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।’