তালা প্রতিনিধি : তালা উপজেলার সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামে অজ্ঞান পার্টির কবলে পরে আব্দুল কাদের গাজীর পরিবার সর্বশান্ত হয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জেয়ালা নলতা গ্রামে কাদের গাজীর পুত্র আব্দুল্লাহ গাজী জানান, শুক্রবার দুপুরের ভাত খাওয়ার পর হতে পরিবারের ৪ জন সদস্য অসুস্থ্যতা বোধ করে। কিন্তু বিষয়টি আমলে না নিয়ে রাতের খাবার খেয়ে আনুমানিক সাড়ে দশটার দিকে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। এরপর শনিবার (১ ফেব্রুয়ারী) সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের ঘরের দরজা খুলে রাখা এবং অচেতন হয়ে পরে আছেন তার পিতা আব্দুল কাদের গাজী(৫০) ও মাতা আকলিমা বেগম(৪০)। ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা বাড়ির বাউন্ডারি দেওয়াল টপকিয়ে ঘড়ের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় তারা ঘরের সোকেচে থাকা ৫০ হাজার নগদ টাকা, ৪ ভরি স্বর্ণ, তিনটি স্মাট ফোন চুরি করে নিয়ে যায়। তার পিতা ও মাতাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টি কোন এক সময় ঘুমের ঔষধ ভাত-তরকারীর সাথে মিশিয়ে রেখে গেছে।
তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। ভুক্তোভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইসলামকাটি ইউনিয়ন ভূমি অফিসে বর্তমান দায়িত্বে থাকা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জলিল জানান, আমি নতুন এসে দেখছি এখানে অফিস করার মতো কোন পরিবেশ নেই। তারপরেও আর কোন বিকল্প জায়গা না থাকার কারণে এখানেই অফিসের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। আমি মনে করি, এখানে একটি নতুন ভবন নির্মাণ করা হলে কার্যক্রম পরিচালনা করা খুবই সহজ হতো। তিনি আরও বলেন, আমি অফিসটির ব্যাপারে উর্দ্ধতন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছি। এই ছোট অফিস থেকে বছরে প্রায় দশ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়। যদি শতকরার দিক থেকে বিবেচনা করা হয় তাহলে এটা প্রথম স্থানে আছে।
এ ব্যাপারে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান বলেন, আমিও নতুন এসেছি, ভূমি অফিসটির ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলবো। কোন বরাদ্দ আসলে ইসলামকাটি ভূমি অফিসটির দিকে আগে নজর দেয়া হবে।
তালায় অজ্ঞান পার্টির কবলে একটি পরিবার

Leave a comment