তালা প্রতিনিধি : তালায় আধুনিক কোল্ড অয়েল প্রেস মেশিন দ্বারা সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের আয় বৃদ্ধির লক্ষ্যে প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে তালা মৃৎ শিল্প কেন্দ্রে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জানানো হয়, ইফাদ ও ড্যানিডার আর্থিক সহযোগিতায় স্থানীয় উদ্যোক্তারা তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা এসএম নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি কর্মকর্তা শরীফ আব্দুল মতিন। অনুষ্ঠানে উন্নয়ন প্রচেষ্টার মৎস্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা,সাংবাদিকবৃন্দ, তালা উপজেলার ৩০ জন ব্যবসায়ী উপস্থিত ছিলেন।