তালা প্রতিনিধি : তালা উপজেলার খলিষখালী ইউনিয়ানের দুধলীচর আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকালে তিনি উক্ত আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন, উপজেলা ভুমি অফিসের নাজির খান মোঃ নুরুল আমিন, সার্ভেয়ার মোঃ তারেকুজ্জামান, খলিষখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ সিদ্দিকুদ্দৌলা, ইউএনও অফিসের অফিস সহকারী মোঃ মনিরুজ্জামান, ইউপি সদস্য মোঃ আছাদুল ইসলাম, সাংবাদিক শাহিন আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির দেখতে পান ৪৬ টি ঘরের মধ্যে মাত্র ১৫ টি ঘরে বৈধ দলিলে ১৫ টি পরিবার বসাবস করে। প্রায় ১০ টি ঘরে অবৈধভাবে লোকজন বসাবস করে। কিন্তু তাদের নামে কোন দলিল নেই। শুধু তাই নয়, অনেকেই এখানে ঘর নিয়ে অন্যত্র বসাবস করেন। আর বাকি ঘরগুলো ফাঁকা পড়ে আছে।
তালায় আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
Leave a comment