তালা প্রতিনিধি : তালা উপজেলার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ১২দিনব্যাপী ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষ বৃহস্পতিবার (২৫ মে) সম্পন্ন হয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থার গুণগত উৎকর্ষতা বৃদ্ধিতে নিয়োজিত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে ঈবহঃবৎ ড়ভ ঊীপবষষবহপব হিসেবে অভিহিত জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হচ্ছে। সাতক্ষীরা জেলা জেলা শিক্ষা অফিসের আয়োজনে ১২দিনব্যাপী ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক ২৩তম ইংরেজি ভাষা শিক্ষা (ইএলটি) প্রশিক্ষণ কোর্স ১৪ মে থেকে তালা উপজেলাসহ সাতক্ষীরা জেলার ৫টি উপজালায় একযোগে শুরু হয়। উপজেলার মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ৪০জন ইংরেজি শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আধুনিক কমিউনিকেটিভ পদ্ধতিতে ইংরেজি বিষয়ের শিক্ষণ-শেখনের উপর এই প্রশিক্ষণ প্রদান হয়। এ সময় নায়েম-এর প্রধান কোর্স উপদেষ্টা ও মহাপরিচালক প্রফেসর ড. মো. নিজামুল করিম, কোর্স উপদেষ্টা প্রফেসর ড. তাহসিনা আক্তার, কোর্স পরিচালক মোঃ আব্দুল মান্নান চৌধুরী, কোর্স সমন্বয়ক আইরিন রহমান, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, তালা উপজেলা ম্যাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, তালা উপজেলার মেধাবী সন্তান আইরিন রহমান নায়েম-এ টিচার-ট্রেইনার হিসেবে কর্মরত আছেন। তিনি তালা উপজেলার বিশিষ্ট প্রবীণ গুণীজন প্রফেসর খলিলুর রহমান এর কন্যা। ১৯৯৩ সালে যশোর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মানবিক বিভাগে সম্মলিত মেধা তালিকায় পঞ্চম স্থান ও মেয়ে শিক্ষার্থীদের মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি সরকারি চাকুরীতে দীর্ঘ ২৩ বছর যাবত দক্ষতা ও সুনামের সাথে কর্মরত আছেন। দেশের শিক্ষকদের প্রশিক্ষণ সেবা প্রদানের মাধ্যমে সরকারি দায়িত্ব পালন করছেন।
তালায় ইংরেজি শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন

Leave a comment